স্টাফ রিপোর্টার:; জগন্নাথপুর উপজেলা বিএনপির দু’গ্রুপের ডাকা একই স্থানে ২২ তারিখের সন্মেলন স্থগিত করা হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী কেন্দ্রের সাথে যোগাযোগ করে সন্মেলন স্থগিত করে উভয়পক্ষের নেতাদের নিয়ে আগামী ২৩ অক্টোবর বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন। সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরীর সাথে আলাপ হলে তিনি জানান, ঐদিনের সন্মেলন স্থগিত করা হয়েছে। দু’গ্রুপের নেতাদের নিয়ে ২৩ অক্টোবর বৈঠক করে মতবিরোধ দূর করে ঐক্যবদ্ধভাবে কমিটি গঠন করা হবে। উল্লেখ্য উপজেলা বিএনপির আহ্বায়ক লেঃ কর্নেল অবঃ আলী আহমদ গ্রুপের নেতারা ২২ অক্টোবর উপজেলা সদরের চিলাউড়া পয়েন্টে সন্মেলনের ডাক দিলে অপরগ্রুপ তৃণমুল বিএনপির নেতা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এম এ মালেক খানের নের্তৃত্বাধীন গ্রুপ একইস্থানে পৃথক সন্মেলনের ডাক দিয়ে জেলা নের্তৃবৃন্দকে লিখিতভাবে বিষয়টি অবহিত করলে জেলা বিএনপির নেতারা সন্মেলন স্থগিত করেন।