Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে বিএনপির মেয়র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটি গঠন

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির দলীয় প্রার্থী হাজী হারুনুজ্জামান হারুনের সমর্থনে বৃহস্পতিবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা সাদ মাষ্টারের সভাপতিত্বে ও জগন্নাথপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল হকের পরিচালনায় এতে বক্তব্য দেন প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল। বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির মনোনীত মেয়র পদপ্রার্থী হাজী হারুনুজ্জামান হারুন, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম এ মুকিত, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন। অন্যদের মধ্যে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জামাল উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মেসাব্বির আহমদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, অর্থ সম্পাদক আহমদ মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলু মিয়া, প্রশিক্ষন বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম রানা, যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্রনেতা আব্দুল মতিন লাকী, কলকলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান মিয়া, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ডা: রাজা মিয়া, পাইলগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জুবায়ের আহমদ আবু, পৌর বিএনপির নেতা তৈয়বুর রহমান তৈয়ব, মুহিবুর রহমান শিশু, ফারুক আহমদ, হাজী হাসান, জালাল আহমদ, কবির আহমদ, হাবিল মিয়া, জাহাঙ্গীর আলম, জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক, জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশিম ডালিম, জেলা যুবদলের সদস্য রওশন মিয়া, খায়রুল ইসলাম, উপজেলা যুবদল নেতা সুহিনুর রহমান, পৌর যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক ফজলুল হক আমিনী, জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য নুরুল আমিন, উপজেলা শ্রমিক দল নেতা শফিকুর রহমান খেজর, উপজেলা ছাত্রদল নেতা মামুনুর রশিদ মামুন, জুনায়েদ আহমদ জুনেদ, শামসুল ইসলাম জাবির, জয়নুর আহমদ প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল বলেন, দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের জয় সুনিশ্চিত করতে মাঠে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, মানুষ দুঃশাসনের বিরুদ্ধে বিএনপির প্রার্থীকে বিজয়ী করবে ইনশাআল্লাহ।
সভায় বিএনপির প্রার্থী হাজী হারুনুজ্জামাল হারুন এর নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা সাদ মাষ্টার কে আহবায়ক ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল হক কে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। নির্বাচন পরিচালনা মনিটরিং (উপদেষ্টা) কমিটির প্রধান করা হয়েছে সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেলকে।

Exit mobile version