স্টাফ রিপোর্টার::
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানসহ যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দের ওপর সুনামগঞ্জ আদালতে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে পৌরপয়েন্টে এসে সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেলের সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোসাহ্বির আহমেদের পরিচালনায় প্রতিবাদসভা অনুষ্টিত হয। এতে বক্তব্য দেন জগন্নাথপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল হক, উপজেলা বিএনপি সদস্য, মিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আখলুল করিম, সৈয়দপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আজমল হোসেন, পাইলগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জুবায়ের আহমদ আবু,বিএনপি নেতা মিজান কোরেশী, গোলাম কিবরিয়া পারভেজ, পৌর বিএনপি নেতা তকবুর মিয়া, ফারুক আহমদ, মহিবুর রহমান শিশু, তৈয়ব আলী, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক, আবুল হাশিম ডালিম, যুগ্ম-আহবায়ক জুবেদ আলী লখন, সাদেক আহমদ, লুৎফুজ্জামান ছালিক, পৌর যুবদলের আহবায়ক লিটন মিয়া, যুগ্ম-আহবায়ক শামিম আহমদ, হেলাল আহমদ, তারেক আহমদ, আকমল হোসেন, আবুল হোসেন রাব্বি, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী হারুনুর রশিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নুরুল আমিন, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশিদ, সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, সিলেট মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক জুনাইদ আহমদ জুনেদ, পৌর ছাত্রদলের আহবায়ক ইমন আহমেদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব মোবারক হোসেন তুহিন, জগন্নাথপুর কলেজ ছাত্রদলের আহবায়ক রুহুল আমিন, সদস্য সচিব আব্দুল কাদির রাহিম প্রমুখ।
Leave a Reply