স্টাফ রির্পোটার :: জগন্নাথপুর পৌর নির্বাচনে বিএনপির মনোনিত মেয়র প্রার্থী রাজু আহমদের পক্ষে বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সাখায়াত হোসেন জীবন দিনব্যাপি পৌরএলাকায় গনসংযোগ করেছেন। তিনি ধানের শীষ প্রতিকে ভোট চেয়ে পৌরএলাকার ভবেরবাজার, হাসপাতাল পয়েন্ট, কেশবপুর, জগন্নাথপুরবাজারসহ বিভিন্ন স্থানে গন সংযোগন করেন। এ সময় তার সাথে ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কর্নেল (অবঃ) সৈয়দ আলী আহমদ, বিএনপি নেতা আবু হুয়ায়রা ছাদ মাষ্টার, বিএনপির মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা আবিবুল বারী আয়হান, বিএনপি নেতা শাহেদ আহমদ প্রমুখ। পরে তিনি পৌর বিএনপি সভাপতি এম এ মতিনের সভাপতিত্বে নির্বাচনী অফিসে এক কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব বক্তব্য রাখেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি মনোনীত মেয়র প্রাথী রাজু আহমদ, যুক্তরাজ্য বিএনপি নেতা এম এ কাদির, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুনুজ্জামান, বিএনপি নেতা আছকির আলী, যুবদল নেতা সামছুর হক সমছু, জামায়াত নেতা ওলি উল্যাহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সাখায়াত হোসেন জীবন বলেন, অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি মনোনীত প্রার্থী রাজু আহমদ বিপুল ভোটে নির্বাচিত হবে। তিনি, দলীয় প্রার্থী রাজু আহমদকে বিজয়ী করতে দলের সর্বস্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান।
Leave a Reply