স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুরে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ চলছে। পৌর নির্বাচনকে সামনে রেখে বিএনপি প্রাথী রাজু আহমদের নির্বাচনী অফিস পৌর শহরের বটেরতল নামক স্থানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা চলছে। এরিপোট লেখা পর্যৃন্ত দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও মহড়া চলছে। বিএনপির নেতাকমীরা জানান, গতকাল রাতে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন নিয়ে প্রবাসী বিএনপি নেতা এম এ কাদির ও উপজেলা বিএনপির প্রথম সদস্য কবির আহমদের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। যার জের ধরে আজ দুপুরে কবির গ্রুপের নেতাকমীরা কাদিরের ওপর হামলা চালায়। এনিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে।এতে উভয়পক্ষের লোকজন আহত হন। এখন দু’পক্ষের লোকজন অস্ত্র স্বস্ত্রে সজ্জিত হয়ে মহড়া দিচ্ছেন। হামলার সময় রাজুর নির্বাচনী অফিস ভাংচুর করা হয়। বিস্তারিত আসছে।
Leave a Reply