Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে বিএনপির দুই পক্ষের মারামারি ঘটনায় মামলা দায়ের

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপির কমিটি নিয়ে দুই পক্ষের মারামারির ঘটনায় ১০ দিন পর থানায় মামলা দায়ের করা হয়েছে।
রোববার বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা জানান, ওই ঘটনায় গত বৃহস্পতিবার (৬ মার্চ) থানায় মামলা দায়ের করা হয়েছে। পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম খেজর বাদি হয়ে বিএনপি নেতা আবিবুল বারী আয়হানকে প্রধান করে ১১ জনের নামে মামলা করেন। ওই মামলায় আরো ১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
 উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি জগন্নাথপুর পৌর পয়েন্টে যুক্তরাজ্য বিএনপির এম কয়ছর আহমদ সমর্থিত উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহবায়ক আবু হোরায়রা ছাদ মাস্টার নেতৃত্বে শহরে আনন্দ মিছিল বের হয়। এ সময় পদ বঞ্চিত উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি বহিষ্কৃত নেতা আক্তার হোসনের সমর্থিত হিসেবে পরিচিত বিএনপি নেতা আবিবুল বারী আয়হান গ্রুপের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির এক পর্য়ায়ে মারামারির ঘটনা ঘটে। এতে কয়ছর সমর্থিত ৪ নেতা আহত হন।
Exit mobile version