স্টাফ রিপোর্টার ঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে গত বুধবার রাতে বিএনপি অঙ্গসহযোগী সংগঠনের চারজন নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার তাদেরকে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের স্থানীয় বিএনপি নেতা লুৎফুর রহমান, পৌরশহরের কেশবপুর উত্তরপূর্ব এলাকার বাসিন্দা জুনাব আলীর ছেলে যুবদল ক্যাডার তৈয়বুর রহমান ওরফে তৈয়ব আলী, উপজেলার আশারকান্দি ইউনিয়নের দাওরাই গ্রামের বিএনপি নেতা রুহেল মিয়া ও এই গ্রামের ছাত্রদল কর্মী শাহ জমিরুল ইসলাম।
থানা পুলিশ জানায়, বুধবার সন্ধ্যা থেকে রাত তিনটা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে জগন্নাথপুর থানা পুলিশ বিশেষ অভিযানে চালিয়ে নাশতার অভিযোগে চার বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে।
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, নাশকতার মামলায় তাদেরকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।