Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে বিএনপির উদ্যোগে দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর সভার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বন্যা কবলিত অসহায় মানুষজনদের মধ্যে খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন, জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখা।
গত শনিবার ২৫ জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর রাষ্ট্রনায়ক, দেশনায়ক তারেক রহমান এর নির্দেশে
যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক, জগন্নাথপুর ও দক্ষিন সুনামগঞ্জের মাটি ও মানুষের নেতা কয়ছর এম আহমেদ ও যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সাবেক নেত্রীবৃন্দের অনুপ্রেরণায়
বন্যা কবলিত মানুষজনদের মধ্যে
জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের পক্ষ থেকে জগন্নাথপুর পৌর সভার আশ্রয় কেন্দ্রগুলি ভবানীপুর (বলবল) সরকারী প্রাথমিক বিদ্যালয়, ইকড়ছই সিনিয়র মাদ্রাসা, পৌর ভবন, জগন্নাথপুর পৌর সভা,জগন্নাথপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, বটেরতল বাড়ী জগন্নাথপুর, কেশবপুর উচ্চ বিদ্যালয়, হবিবপুর মদিনাতুল দারুল উলুম মাদ্রাসা, হবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসা, আলী কমিউনিটি সেন্টার,জগন্নাথপুর হাসপাতাল পয়েন্টে, মালেকা কমিউনিটি সেন্টার, ইসাকপুর সহ পৌর সভার বিভিন্ন পয়েন্টে  প্রায় ৬ শত পরিবারের মধ্যে ২০০০ প্যাকেট খাবার ও বিভিন্ন ত্রাণ বিতরণ করা হয়েছে।
খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণী কার্যক্রমে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা সাদ মাষ্টার, জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমদ, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলু মিয়া, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশিম ডালিম, জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক লিটন মিয়া, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী হারুনুর রশিদ, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমিন, জগন্নাথপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব মোবারক হোসেন তুহিন, জগন্নাথ উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলু মিয়া, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হাজী সোহেল আমিন, জগন্নাথপুর পৌর বিএনপি নেতা মুহিবুর রহমান শিশু, হাবিল মিয়া, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সাদেক আহমদ, জগন্নাথপুর পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক বেলাল আহমদ, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক তারেক মিয়া, জগন্নাথপুর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক জুনায়েদ আহমদ হামজা ,জগন্নাথপুর কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মারজান চৌধুরী সহ জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপির পরিবারের নেতাক্রমী বৃন্দ। জগন্নাথপুর পৌর সংঘাত নয়টি ওয়ার্ডের আশ্রয় কেন্দ্র জগন্নাথপুর পৌর সভার আশ্রয় কেন্দ্র আশ্রয় কেন্দ্রে প্রায় ৬ শত পরিবারের মধ্যে খাবার ও ত্রাণ বিতরণ করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি
Exit mobile version