স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলার বিএনপির নবগঠিত ৮ ইউনিয়নের আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়েছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিনন্দন জানিয়েছেন, জগন্নাথপুর উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এম এ মালেক খাঁন, লুৎফুর রহমান চৌধুরী, সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, আঃ কাইয়ুম,মনজুর আহমেদ কাবেরী, এম. এ কয়েস, কয়েস উদ্দিন মাষ্টার, মির্জা আবুল কাশেম স্বপন, গোলজার আহমদ চৌধুরী, শাহ্ মোঃ ইয়াওর মিয়া, শমশের উদ্দিন আহমেদ, মোঃ আব্দুর রউফ, মোঃ মোজাম্মেল আলী, মোঃ আব্দুল আজিজ, হাফিজ মোঃ কবির আহমদ, উইপি সদস্য মোঃ আবদুল কাইয়ুম, হাজি মোঃ আবুল হোসেন , মোঃ জামিল হোসেন গেদন, হাজী ছায়াদ মিয়া, মোঃ আকিক মিয়া (কাউন্সিলর) সামছুল ইসলাম, মামুর আহমদ, তকবুর আহমদ, মোঃ আবুল কালাম চৌধুরী প্রমুখ। অভিনন্দন বার্তায় বলেন কলকলিয়া ইউনিয়নের আহ্বায়ক মোঃ সমসের উদ্দিন , ১ম সদস্য মোঃ এখলাছুর রহমান, পাটলী ইউনিয়নের আহ্বায়ক মোঃ জামিল হোসেন, ১ম সদস্য মঈনুল আসলাম, মীরপুরের আহ্বায়ক মোঃ খুরশেদ মিয়া, ১ম সদস্য আব্দুল হান্নান ,চিলাউড়া হলদিপুর ইউনিয়নের আহ্বায়ক হাজী ছায়াদ মিয়া, ১ম সদষ্য মামুর আহমদ, রানীগঞ্জ ইউনিয়নের আহ্বায়ক মোঃ সামছুল ইসলাম, ১ম সদস্য মোঃ আকমল হোসেন, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের আহ্বায়ক হাফীজ কভীর আহমদ, ১ম সদস্য মোঃ আলমগীর হোসেন জিম্মাদার , আষাঢ়কান্দি ইউনিয়ন আহ্বায়ক মোঃ গোলাম মস্তফা, ১ম সদস্য গোলাম কিবরিয়া চৌধুরী, পাইলগাঁও ইউনিয়নের আহ্বায়ক শাহ্ মোঃ ইয়াওর মিয়া, ১ম সদস্য শামীম আহমেদ হেনু মিয়াকে তৃনমূল নেতাকর্মী সমর্থকরা নির্বাচিত করায় ৮ ইউনিয়নের আহ্বায়ক কমিটির মাধ্যমে বিএনপি শক্তিশালী সংগঠনে পরিণত হবে।