1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে বিএনপির অফিস পুড়ানো ও চুরির মামলায় জামিন পেলেন সাবেক মন্ত্রী এম এ মান্নান - জগন্নাথপুর টুয়েন্টিফোর
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:২৯ অপরাহ্ন

জগন্নাথপুরে বিএনপির অফিস পুড়ানো ও চুরির মামলায় জামিন পেলেন সাবেক মন্ত্রী এম এ মান্নান

  • Update Time : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ০ Time View

স্টাফ রিপোর্টার::

জগন্নাথপুরের মিরপুরে ইউনিয়ন বিএনপির অফিস জ্বালানো ও অফিসের মালামাল চুরির অভিযোগ এনে দায়ের করা মামলার আসামি সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে জামিন দিয়েছেন আদালত। সোমবার জগন্নাথপুরের আমল গ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নির্জন কুমার মিত্র এই আদেশ দেন।

এমএ মান্নানের পক্ষে আদালতে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বারের জ্যেষ্ট আইনজীবী অ্যাড. আপ্তাব উদ্দিন। এছাড়া জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. নজরুল ইসলামসহ বিপূল সংখ্যক আইনজীবী তারপক্ষে জামিন শুনানীতে অংশ নেন।

অ্যাড. নজরুল ইসলাম জানান, আদালতকে তারা বলেছেন, ঘটনার সময় এমএ মান্নান জগন্নাথপুরে ছিলেন না। তিনি বয়স্ক ও অসুস্থ্য মানুষ। এ ধরণের ঘটনা হলেও তার কোন প্ররোচনা ছিল না। মামলাটি অসত্য। পরে আদালতের বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন।

প্রসঙ্গত. গেল ২২ নভেম্বর জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন এবং অফিসের মালামাল চুরির ঘটনায় ৪৮ জন আওয়ামী লীগ নেতাসহ মোট ৪৯ জনকে আসামি করে মামলা করেন স্থানীয়  বিএনপি নেতা মো. আব্দুন নূর। মামলার বাদী জগন্নাথপুর উপজেলার মিরপুর গ্রামের তাহির উল্লাহ্’র ছেলে ও মিরপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি।

এর আগে সুনামগঞ্জ শহরে ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনকালে (গেল চার আগস্ট) আওয়ামী লীগ ও পুলিশের হামলার ঘটনায় ৯৯ জনকে আসামি করে মামলা হয়েছিল। ওই মামলার তিন নম্বর আসামি হিসেবে জেল খেটেছেন এমএ মান্নান। গেল ১০ অক্টোবর ছাড়া পান তিনি। এর আগে  গত ১৯ সপ্টেম্বের রাতে শান্তগিঞ্জ উপজলোর নজি বাড়ি থেকে গ্রপ্তোর করা হয়েছিল তাঁকে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com