সুহেল হাসান:: জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কে বাসের চাপায় এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। মৃত শিশু নাম রুনা দাস (৮)। সে দিরাই উপজেলার চন্নারচর গ্রামের রাম কুমার দাস এর কন্যা।
বুধবার সন্ধ্যায় ইকড়ছই আলখানাপাড় এলাকায় এ দূর্ঘনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস (সুনামগঞ্জ-জ-১১-০০২২) উল্লেখিত স্থানে পৌছামাত্র ওই সময় শিশুটিকে বাস চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এস,আই রফিকুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ পাঠানো হয়েছে।