সুহেল হাসান:: জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কে বাসের চাপায় এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। মৃত শিশু নাম রুনা দাস (৮)। সে দিরাই উপজেলার চন্নারচর গ্রামের রাম কুমার দাস এর কন্যা।
বুধবার সন্ধ্যায় ইকড়ছই আলখানাপাড় এলাকায় এ দূর্ঘনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস (সুনামগঞ্জ-জ-১১-০০২২) উল্লেখিত স্থানে পৌছামাত্র ওই সময় শিশুটিকে বাস চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এস,আই রফিকুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ পাঠানো হয়েছে।
Leave a Reply