স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর পৌর শহরের বাসুদেববাড়ী আবাসিক এলাকার তরুণদের উদ্যোগে প্রথমবারের মতো শারদীয় দুর্গাপূজা উদযাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।শুক্রবার এলক্ষ্যে নিলয় রঞ্জন বণিক কে আহ্বায়ক বিশ্বজিৎ ভট্রাচার্য্য, রিপন গোপ কে যুগ্ম আহ্বায়ক,অসীম গোপ কে সদস্য সচিব ও রূপম ভট্রাচার্য্যকে কোষাধ্যক্ষ করে ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন, কাজল দত্ত,রিংকু ভট্রাচার্য্য,ধনঞ্জয় দাস,মনা দেব,মহাবীর দেব,ডাঃ মধু সুদন ধর,গোবিন্দ দেব, পিপলু তালুকদার প্রনব দেব, অনন্ত গোপ,সুবল দেব,অসীম দেব,মিটুন বণিক,রাজিব চন্দ,তপন সেন বাপন দেব প্রমুখ।
Leave a Reply