স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুরে বাল্য বিবাহ ভেঙে দিয়েছে স্থানীয় প্রশাসন।
বুধবার উপজেলার পাটলী ইউনিয়নের আলীপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। ফলে বাল্য বিবাহের কবল থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, আলীপুর গ্রামের হারিছ মিয়ার ষষ্ঠশ্রেণী পড়ুয়া মেয়ের সাথে জগন্নাথপুর পৌর এলাকার জগন্নাথপুর গ্রামের কনা মিয়ার ছেলে দুলাল মিয়ার বিয়ের দিনক্ষণ ঠিক হয়। গতকাল দুপুরে ছেলে পক্ষ বরযাত্রাসহ মেয়ের বাড়ীতে হাজির হয়ে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করে। খবর পেয়ে পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্হলে পৌঁছে উভয় পরিবারকে বাল্য বিবাহের কুফল বিষয়ে বুঝানোর পর উভয় পরিবার বিয়ে বন্ধ করেন।
পাটলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল হক জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, বাল্য বিবাহের খবর পেয়ে স্হানীয় ইউপি সদস্য ছায়াদ মিয়ার মাধ্যমে মেয়ের পরিবারকে বুঝানোর পর আমি ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা কে অবহিত করি।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে
বলেন,তাৎক্ষনিকভাবে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার নেতৃত্বে পুলিশ পাঠিয়ে বাল্য বিবাহের আয়োজন বন্ধ করি।
Leave a Reply