মীরপুর প্রতিনিধি- জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের বাউরকাপন সমাধি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা কিশোরী মোহন গোস্বামীর সমাধি মন্দিরে ঢুকে মন্দিরের আসবাপত্র সব কিছু চুরি করে নিয়ে যায়। অতি সম্প্রতি এ চুরির ঘটনা ঘটেছে। চোররা প্রায় ১৫ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে সমাধি মন্দিরের সাথে সম্পৃক্তরা জানিয়েছেন। এদিকে চুরির ঘটনার খবর পেয়ে শ্রীশ্রী প্রভূপাদ গোপাল গোস্বামী সরেজমিনে সমাধি মন্দির পরির্দশন করে এলাকাবাসীকে নিয়ে সমাধি মন্দিরের নিরাপত্তা অক্ষুন্ন রাখতে এক সভা করেন। প্রভূপাদ গোপাল গোস্বামীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, শিয্য প্রশিয্য ও অনুরাগীদের পক্ষে দ্বীপন চন্দ্র পাল,ডাক্তার ধীরেন্দ্র, অমল কান্তি দেব বিপুল চন্দ্র রায়, পোষ্টমাষ্টার নারায়ন বাবু, সমর দেবনাথ, বিজয় চন্দ্র দাশ ক্ষিতিশ রায়, সিংনাথ তালুকদার কীর্ত্তনি। রমা কান্ত দাশ প্রমুখ।