স্টাফ রিপোর্টার::
নববর্ষের বর্ষবরণ দিনে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বোরো ধান কাটার উৎসব করেছেন কৃষিবিভাগ। সোমবার পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে মইয়ার হাওরের ইকড়ছই এলাকায় আনুষ্ঠানিকভাবে বোরো ধান কর্তন উৎসব অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহীম ভূঁইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমদ, উপজেলা প্রাণি সম্পদ খালেদ সাইফুল্লাহ, উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেনসহ বিভিন্ন পর্য়ায়ের নেতৃবৃন্দ। জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমদ জানান, জগন্নাথপুরে ২০ হাজার ৪শ’ হেক্টর জমিতে বোরো চাষাবাদ করা হয়েছে। এরইমধ্যে ৫ ভাগ ধান কাটা হয়েছে। আমরা কৃষকদের বলেছি, ৮০ ভাগ ধান পেকে গেলে তা কর্তন করতে। এ বছর ভালো ফসল বলেছে বলে কর্মকর্তা জানিয়েছেন।