স্টাফ রির্পোটার : জগন্নাথপুরের কুশিয়া নদীর তীরবর্তী বন্যা কবলিত এলাকায় পরিদর্শন করেছেন প্রশাসনিক কর্মকর্তারা। বৃহস্পতিবার বিকেলে সিলেটের কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ সাদির উদ্দিন উপজেলার রানীগঞ্জ ও পাইলগাও ইউনিয়নের কুশিয়ারা নদীর তীরবর্তী বন্যা কবলিত গ্রামগুলো পদির্শন করেন। এ সময় সিলেট অঞ্চলের কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ মামুনুর রশিদ, জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা তপন চন্দ্র শীল, উপ-সহকারী পরিচালক মোঃ ইব্রাহিম হোসেন, বিসিআইসি সার ডিলার ধনেশ চন্দ্র রায় প্রমুখ উপস্থিত ছিলেন।