স্টাফ রিপোর্টার-
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক লিমিটেড জগন্নাথপুর শাখার উদ্যাগে বন্যা দূর্গত জগন্নাথপুর উপজেলাবাসীর মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। আজ মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর পৌর ভবনের সামনে কর্মসূচির উদ্ধোধন করেন ব্যাংকের রিজিওনাল ইনচার্জ আব্দিল্লাহ আল রাফি মজুমদার। এসময় জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সিলেট লালদিঘীর পাড় শাখা ব্যবস্হাপক বিমান কান্তি ঘোষ,নবীগঞ্জ শাখা ব্যবস্হাপক শুভাস চন্দ্র দেব,জগন্নাথপুর শাখা ব্যবস্হাপক রুপুল মিয়া হিমেল,সহকারী ব্যবস্হাপক মেহরাজ চৌধুরী, জিবি ইনচার্জ বিমল কুমার দেব উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন প্যানেল মেয়র সাফরোজ ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এনসিসি ব্যাংক জগন্নাথপুর শাখা সূত্র জানায়, জগন্নাথপুর পৌর এলাকাসহ উপজেলার সাত শতাধিক মানুষের মধ্যে চাল, ডাল তেল,চিড়া,খেজুর সহ নিত্যপন্যর প্যাকেট বিতরণ করা হয়।