স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউ,কে এর উদ্যোগে বন্যা কবলিত ও দুস্থদের আর্থিক অনুদান প্রদান উপলক্ষে সোমবার দুপুরে উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে এক সভা জগন্নাথপুর উপজেলা ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউ,কে এর সহ-সভাপতি আলহাজ্ব মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে ও নোমান আহমদ সাদি, ও সামছুদ্দিন আহমদের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদেও চেয়ারম্যান আকমল হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদেও ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রফিকুল ইসলাম, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, কবি শের আলী, আনছার মিয়া,আব্দুল মালিক,শিক্ষক হাবিবুর রহমান প্রমুখ। সভার শুরুতে কোরআন তেলওয়াত করেন, ক্বারী সুয়েবুর রহমান সেবু।
সভায় বন্যায় ক্ষতিগ্রস্থ ৫০টি পরিবারের মধ্যে নগদ এক লাখ টাকার অনুদান প্রদান করা হয়।
Leave a Reply