স্টাফ রিপোর্র্টার-জগন্নাথপুর উপজেলার খেলাফত মসলিস সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল ইসলামের উদ্যোগে বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ করা হয়েছে। গত তিন দিনে ব্যক্তিগত উদ্যোগে বন্যাকবলিত ৭০০ পরিবারের মধ্যে চিড়া,মুড়ি গুড়,পানি বিতরণ করেন। এসময় তার সাখে বিভিন্ন নেতাকমী উপস্থিত ছিলেন। জয়নুল ইসলাম জানান,বন্যাকবলিত মানুষগুলো সীমাহীন দুর্ভোগে রয়েছেন। ত্রাণ সামগ্রী খুব অপ্রতুল তাই প্রবাসী ও বিত্তবানদেরকে মানবতার সেবায় বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানো দরকার।তিনিজানান,ধাওরাই,জামালপুর,মিঠাভরাং,জয়দা,হলিকোনা,বাউধরন,গাধিয়ালা,গ্রোপাপুর,সালদিকা,বেতাউকা গ্রামের বন্যাকবলিতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
Leave a Reply