স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরে বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্বীর্যপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের আর্বিভাব তিথি শুভ জন্মাষ্টমী শনিবার পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে প্রদীপ প্রজ্জ্বলন,ও পতাকা উত্তোলনের মাধ্যমে জগন্নাথ জিউর শ্রীমন্দিরে দিবসের সূচনা হয়। সকাল ১১টায় বের হয় বনাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রার উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রফিকুল ইসলাম। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিলসহকারে হিন্দু সম্প্রদায়ের লোকজন শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি উপজেলা সদরের তিনটি মন্দির ও পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রর্দক্ষিন করে। শোভাযাত্রায় নের্তৃত্বে দেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীরেন্দ্র কুমার দে,সাধারণ সম্পাদক সুধাংশু শেখর রায় বাচ্ছু, সর্বজনীন জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক হিরা মোহন দেব সদস্য সচিব বিভাস দেব,উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রনব কুমার বণিক,সর্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ সূত্রধর সাধারণ সম্পাদক মিন্টু রঞ্জন ধর,শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা সংঘের সাধারণ সম্পাদক অমিত দেব,জন্মাষ্টমী উদযাপন কমিটির সদস্য মানস রঞ্জন রায়,সতীশ গোস্বামী, জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, শশী কান্ত গোপ, প্রজেশ কুমার গোপ, প্রদীপ কুমার দে,কাজল বণিক,দেবাশীষ তালুকদার প্রমুখ। পরে এক ধর্মসভা ও গীতার শ্লোক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। ধর্মসভায় সভাপতিত্ব করেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীরেন্দ্র কুমার দেব। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রনব কুমার বণিকের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, শিক্ষক অজিত কুমার দাস শ্যামল, মানস রঞ্জন রায়,সতীশ গোস্বামী, জগন্নাথপুর উপজেলা মহিলা গীতা সংঘের সভানেত্রী গীতা চক্রবতী, সুভাষ দাস কীর্ত্তনী, কলকলিয়া ইউনিয়নের দ্বিজেন্দ্র লাল শর্মা, জিতেন্দ্র দেবনাথ,পাটলী ইউনিয়নের রঞ্জু দাস,মীরপুর ইউনিয়নের সুবোধ রঞ্জন পাল, নির্মল দাস প্রমুখ। পরে গীতার শ্লোক প্রতিযোগীতায় বিজয়ী অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন, জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহ্বায়ক হীরা মোহন দেসহ অতিথিবৃন্দ।