স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও গ্রামের এক যুবক বজ্রপাতে আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। শনিবার দুপুরে বৃষ্টিচলাকালে বাড়ির পাশের জমিতে গরু আনতে গিয়ে জহির আলী(১৭) বজ্রপাতে আহত হন। তাকে স্বজনরা প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা গুরুতর আহতবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সের চিকিৎসক ডাঃ রুবেল আহমদ জানান, বজ্রপাতে আহত যুবকের অবস্থা আশংকা জনক। তাকে আমরা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। উল্লেখ্য আহত যুবক জহির আলী পাইলগাঁও গ্রামের কৃষক জমির আলীর পুত্র।