Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম।

সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, থানার ভারপ্রাপ্ত (ওসি) মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর প্রমুখ।

এসময় উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে অসচ্ছল ১০ নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।

এদিকে দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ. অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দলীয় নেতাকর্মীরা বক্তব্য দেন।

 

Exit mobile version