জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) ২০১৯-এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে পৌরএলাকার ভবেরবাজার মাঠে পাটলী ইউনিয়ন ও মিরপুর ইউনিয়ন অনুর্ধ্ব ১৭ এর ফুটবল দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলাটি নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকার পর খেলা ট্রাইবেকারে গড়ালে পাটলী ইউনিয়ন অনুর্ধ্ব দল ৩-১ গোলে মিরপুর ইউনিয়নকে হারিয়ে জয়ী হয়। পরে বিজয়ী ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম। এ সময় পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাসিন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ারসহ বিভিন্ন শ্রেণীর পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।