Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ফেসবুকে যুবককে হত্যার হুমকি থানায় অভিযোগ দায়ের

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুরে ফেসবুকে হত্যার হুমকি দেয়ার ঘটনায় এক যুবক আইনের আশ্রয় নিয়েছে। জানা গেছে, জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের দাসনোওয়াগাঁও গ্রামের ইন্দ্রজিৎ দাসের ছেলে অতুল দাস(২৮) এর নামে লখন দাস নামে এক যুবক তার ছবি সংবলিত ফেসবুক আইডি থেকে ‘কিরে গরু তরা বেশী দিন বাছতে নায়’ বলিয়া স্ট্যাটাস ও কমেন্ট প্রদান করে। এহেন স্ট্যাটাসে আমি এবং আমার পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতায় ভূগছি। উল্লেখ্য লখন দাসদের সাথে আমাদের পূর্ববিরোধ নিয়ে মামলা মোকদ্দমা চলছে। তাই আমি আইনের আশ্রয় নিলাম।
জগন্নাথপুর থানার ডিউটি অফিস্রা জানান, ফেসবুকে হুমকির বিষয়ে থানায় সাধারণ ডায়েরি রজু হয়েছি। আমরা বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ পদক্ষেপ নিব।

Exit mobile version