1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে ফেসবুকে পোষ্ট দেয়ার জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪০ - জগন্নাথপুর টুয়েন্টিফোর
রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা জগন্নাথপুরে খেলাফত মজলিসের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে দলের প্রার্থী হিসেবে শাহীনুর পাশাকে সমর্থন জগন্নাথপুরে মুক্ত সমাজকল্যাণ সংস্থার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত সন্তানের দ্বিনি শিক্ষা নিশ্চিত করা আবশ্যক জগন্নাথপুর রক্তদান সংস্থা’র ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে নিতে সম্মত মায়ানমার জগন্নাথপুরে অনুমতি ছাড়াই বাউলসন্ধ্যার আসর, পণ্ড করল প্রশাসন শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলো বাংলাদেশ আমানতের খেয়ানত মারাত্মক অপরাধ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে : প্রধান উপদেষ্টা

জগন্নাথপুরে ফেসবুকে পোষ্ট দেয়ার জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪০

  • Update Time : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের জামালপুর গ্রামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোষ্ট দেয়ার জেরে দুই পক্ষের পক্ষে সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ ৪০ জন আহত হয়েছে। আহতদের সিলেট ও স্থানীয় উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার ( ১ এপ্রিল)  দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসি জানান, জামালপুর গ্রামের লেবু মিয়া ও রাজ উদ্দিন পক্ষের লোকজনের মধ্যে ভূমি সংক্রান্ত বিরোধ চলছিল। কয়েকদিন আগে স্থানীয়রা বিষয়টি সমাধান করেন। ঈদের দিন সোমবার লেবু মিয়ার পক্ষের একজন যুবক প্রতিপক্ষের লোককে নিয়ে ফেসবুকে পোষ্ট করেন। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যার জের ধরে উভয় পক্ষের লোকজন সকাল ১১ টার দিকে দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।  ঘন্টাব্যাপি সংঘর্ষে ৫জন গুলিবদ্ধসহ ৪০ জন আহত হন।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য ফজলুর রহমান বলেন, ফেসবুকে পোষ্ট দেওয়া কে কেন্দ্র করে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে এলাকার সালিশী ব্যক্তিগণসহ কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। আহতরা সিলেট ও জগন্নাথপুরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে বিষয়টি সামাজিকভাবে সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে।

জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য কেন্দ্রের জরুরি বিভাগের দায়িত্বরত ডা. তামজিদ হোসেন বলেন, আহতের মধ্যে ৫ জনকে সিলেট ওসমানিতে রেফার্ড করা হয়েছে। তাদের শরীর গুলি কিনা এটি এক্সের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

জগন্নাথপুর থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়েছে। এখন পরিস্হিত শান্ত।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com