স্টাফ রিপোর্টার:: ফেসবুকে আপত্তিকর মন্তব্যর অভিযোগে জগন্নাথপুর থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জানা গেছে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাঘময়না গ্রামের মৃত মোবারক উল্যার ছেলে হুমায়ুন কবির ওরফে হুমায়ুন তার নিজ নামের ফেসবুক আইডি থেকে রানীগঞ্জের বাসিন্দা নিজাম উদ্দিন জালালীর ফেসবুক স্ট্যাটার্সে আপত্তিমূলক কমেন্ট করেন। উক্ত মন্তব্যে রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়। এতে নিজাম উদ্দিন জালালী বাদি হয়ে জগন্নাথপুর থানায় গত ৮ সেপ্টেম্বর রাতে একটি এজাহার দাখিল করেন। জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা লিখিত এজাহারটি এস.আই সাইফুল আলমকে তদন্তের জন্য দায়িত্ব দিয়েছেন। এস.আই সাইফুল আলম জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে প্রমান পাওয়া গেলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা হবে। তিনি বলেন, ফেসবুকে কোন
ব্যক্তির সামাজিক মর্যাদা ক্ষুন্ন করে স্টেটার্স কিংবা কমেন্ট করা শাস্তিযোগ্য অপরাধ। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।
রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, আমার বিরুদ্ধে যারা ফেসবুকে মন্তব্য করেছে আমি তাদের বিরুদ্ধে মামলা করব। প্রসঙ্গত নিজাম উদ্দিন জালালী তাঁর ফেসবুকে রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ ও রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় নিয়ে একটি পজেটিভ স্টেটার্স দেন। উক্ত স্টেটার্সে বাঘময়না গ্রামের হুমায়ুন কবির আপত্তিকর কমেন্ট করেন।
Leave a Reply