জগন্নাথপুর উপজেলায় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় উপজেলার ভবের বাজার খেলার মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সিদ্দিক আহমদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম মোখলেছুর রহমান, জগন্নাথপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন জেলা ক্রীড়া অফিসার আল আমিন।
প্রতিযোগিতায় উপজেলার ৪টি বিদ্যালয়ের ৫৬জন ছাত্র অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ইসাকপুর উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হয় ইকরচর ইসলামীয়া দাখিল মাদ্রাসা।
প্রেস বিজ্ঞপ্তি