স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার রানীগন্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
শনিবার বিকেলে কুবাজপুর গ্রামের মাঠে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ফাইনাল খেলায় অংশ নেয় জগন্নাথপুর পৌরশহরের
ইকড়ছই ফুটবল একাডেমী ও সিলেটের ওসমানিনগর থানার নুনু ফুটবল একাদশ।
খেলার শুরুতে ইকড়ছই ফুটবল একাডেমী পক্ষের খেলোয়ার দেলোয়ার হোসেনের দেয়া ০১ গোলে এগিয়া যায় ইকড়ছই একাডেমী। খেলার দ্বিতীয়ার্ধে গোল শোধে এ্যাক্টিং আক্রোমন চালায় নুনু ফুটবল একাডেমীর খেলোয়াররা। একের পর এক আক্রোমন করলে ইকড়ছই একাডেমীর রক্ষণভাগ খেলোয়ারদের ও গোলকিপার হাসান আদিলের দক্ষতায় ব্যর্থ
হয় প্রতিপক্ষের আক্রোমন গুলো। শেষ পর্যন্ত নির্ধারিত ৯০ মিনিটের খেলায় ০১ গোলে শিরোপা জিতে নেয় ইকড়ছই ফুটবল একাডেমী।
পরে বিজয়ী দলের মধ্যে প্রথম পুরস্কার হিসেবে একটি মোটরসাইকেল ও রার্নাস আপ দলের মধ্যে একটি টেলিভিশন বিতরণ করা হয়। বিতরণী অনুষ্ঠানে সুনামগন্জ জেলা আওয়ামীলীগের সহসভাপতি প্রবীন রাজনীতির সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জেলা পরিষদের সদস্য সৈয়দ সাব্বির আহমদ,
রানীগন্জ ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন, পৌর কাউন্সিলর আবাব মিয়া, সোহেল আহমদ, বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান, কুবাজপুর গ্রামের প্রবীন মুরব্বী আনফর উল্লাহ, এলাকার আব্দুল কাদির, গোলাম কিবরিয়া জুবলু, মিনার চৌধুরীসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ।
টুর্নামেন্টে আর্থিক সহযোগিতায় ছিলেন এলাকার যুক্তরাজ্য প্রবাসিরা।
ফাইনাল ম্যাচটি কয়েক হাজার দর্শন উপভোগ করেছেন।