রুমানুল হক রুমেন :: জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশন উদ্যোগে ১৪ তম জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশন লীগ ২০১৮ ইং আজকে ( রোববার ) দুটি খেলা অনুষ্টিত হয়। দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় আগেই দ্বিতীয় পর্ব নিশ্চিত করা ফ্রেন্ডস এফ সি হবিবপুর বনাম সোনাপুর এফ সি। তাই খেলায় দুদলের মধ্যে জয়ের কোন তারনা ছিলোনা। প্রাণহীন খেলায় কোন দলই গোল করতে পারেনি। ০-০ গোলে খেলাটি শেষ হয়। তুলনামূলকভাবে লীগের দ্বিতীয় খেলাটি ছিলো গতিময়। দ্বিতীয় পর্বে যেতে তরুন ফুটবল একাডেমির জয়ের কোন বিকল্প ছিলোনা। অন্যদিকে জুয়েল এফ সি র ছিলো ড্র। দ্বিতীয় পর্বে যাওয়ার মতো সেই রকম কোন গোলের সুযোগ তৈরি করতে পারেনি তরুন ফুটবল একাডেমির খেলোয়াড়েরা। পকান্তরে জুয়েল এফ সি ছিলো শুরুতেই আক্রমণাত্মক। বার বার গোলের সুযোগ তৈরি করেও রিয়াদ,নুর,কাওছার,লিটন অনেকগুলো গোলের সহজ সুযোগ বাইরে মেরে নস্ট করেন। ফলে ০-০ ভাবে শেষ হয়। দ্বিতীয় পর্বে খেলার যোগ্যতা অর্জন করে জুয়েল এফ সি ইকড়ছই। বাদ পরে তরুন ফুটবল একাডেমী – সাতা। আগামীকাল থেকে এসোসিয়েশন লীগ এর বিরতি। দ্বিতীয় পর্বের খেলার তারিখ পরে জানানো হবে।
নিম্নে দ্বিতীয় পর্বে যে দলগুলো খেলার যোগ্যতা অর্জন করছে।
* এ গ্রুপ থেকে
১/ শাহারপাড়া এফ সি
২/ সৈয়দপুর জুনিয়র ফুটবল একাডেমী
৩/ জুয়েল এফ সি – জুম্মাবাড়ী
* বি গ্রুপ থেকে
১/ সোনাপুর এফ সি
২/ ফ্রেন্ডস এফ সি – হবিবপুর
৩/ ইকড়ছই ফুটবল একাডেমী
সি গ্রুপ থেকে
*১/ এম কে গ্যালাক্টিকো
২/ রানীগঞ্জ স্পোর্টিং ক্লাব
এই ৮টি দলকে নিয়ে নকআউট পদ্ধতিতে দ্বিতীয় পর্বের খেলা অনুস্টিত হবে।