রুমানুল হক রুমেন :: জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে ১৪তম উপজেলা ফুটবল এসোসিয়েশন লীগের আজকের (শুক্রবার ) একটিমাত্র খেলা অনুষ্টিত হয়। খেলায় দুটি শক্তিশালী দল মোকাবিলা করে জুয়েল এফ সি ইকড়ছই বনাম জগন্নাথপুর স্পোর্টিং ক্লাব। খেলায় জুয়েল এফ সি শুরুতেই আক্রমনে উঠে। জুয়েল এফ সি র আক্রমণে জগন্নাথপুরের রক্ষনবাগ দিশেহারা হয়ে পরে। খেলার প্রথমার্ধের দশ মিনিটের মাথায় রিয়াদ দলের পক্ষে ১ম গোল করেন। দ্বিতীয় গোল করেন বিশ মিনিটের মাথায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই রফু দলের পক্ষে ৩য় গোল করেন। এর পাঁচ মিনিট পর রিয়াদ দলের পক্ষে ৪র্থ গোল করে লীগে ১ম হ্যাট্রিক করার গৌরব অর্জন করেন। খেলার শেষ মিনিট ছয়েক আগে কাওছার গোল করে জগন্নাথপুর এফ সি র কফিনে শেষ পেরেক ঠুকে দেন। ফলে জগন্নাথপুর এফ সির বিরুদ্ধে ৫-০ গোলের বিশাল জয় পায় জুয়েল এফ সি ইকড়ছই।
খেলা পরিচালনায় ছিলেন বাফুফের অনুমোদিত রেফারী মাহবুবুর রহমান মাহবুব, প্রতাব আলী ও সামিনুর রহমান।
Leave a Reply