রুমানুল হক রুমেন :: জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশন উদ্যোগে ১৪ তম জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশন লীগ এর আজকে (বৃহস্পতিবার ) দুটি খেলা অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় শাহারপাড়া এফ সি বনাম জগন্নাথপুর স্পোর্টিং ক্লাব। প্রথমার্ধের তিন মিনিটের মাথায় শাহারপাড়ার পক্ষে নাঈম গোল করলে দল এগিয়ে যায়। এরপর জগন্নাথপুর অনেক পাল্টা আক্রমণ করলেও আর গোল পরিশোধ করতে পারেনি। ফলে শাহারপাড়া এফ সি ১-০ গোলে জয়লাভ করে। দিনের ২য় খেলায় মুখোমুখি হয় এম কে গ্যালাক্টিকো টাইটান্স বনাম সোনাপুর এফ সি। দ্বিতীয় পর্বে যেতে মরিয়া এম কে গেলাক্টিকো উল্টো গোল খেয়ে বসে। রাসেল ১ম গোল করে সোনাপুর এফ সি কে এগিয়ে দেন। গোল শুদে মরিয়া গেলাক্টিকোর পক্ষে রুবেল পেনাল্টি থেকে গোল করলে খেলায় সমতা ফিরে আসে। খেলা শেষের মিনিট ছয়েক আগে ইদ্রিস সোনাপুরের পক্ষে দ্বিতীয় গোল করলে শেষ হয়ে যায় এম কে গেলাক্টিকোর দ্বিতীয় পর্বের খেলার আসা। ২-১ গোলে জয় লাভ করে সোনাপুর এফ সি ।
আজকের খেলার পরিচালনায় ছিলেন বাফুফের অনুমোদিত রেফারী মাহবুবুর রহমানন মাহবুব, প্রতাব আলী ও সামিনুর রহমান।