রুমানুল হক রুমেন :: জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশন উদ্যোগে ১৪ তম জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশন লীগ এর আজকে ( মঙ্গলবার ) দুটি খেলা অনুস্টিত হয়। দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় ফ্রেন্ডস এফ সি- হবিবপুর বনাম ইসলামপুর এফ সি। খেলার প্রথমার্ধের পনের মিনিটের সময় হবিবপুরের পক্ষে রতন ১ম গোল করে দলকে এগিয়ে নেন। এর পর পরই পাল্টা আক্রমণ থেকে কাশেম গোল করে ইসলামপুর এফ সি কে সমতায় নিয়ে আসেন। খেলার শেষ মুহুর্তে হবিবপুরের পক্ষে সুমন গোল করে দলের জয় নিশ্চিত করে। ফলে ২-১ গোলে জয় লাভ করে ফ্রেন্ডস এফ সি – হবিবপুর ।দিনের ২য় খেলায় মুখোমুখি হয় তরুন ফুটবল একাডেমী – সাতা বনাম শাহারপাড়া এফ সি। প্রতিদ্বন্দ্বীতাপুর্ন খেলায় নাঈমের দেওয়া একমাত্র গোলে শাহারপাড়া এফ সি তরুন ফুটবল একাডেমি সাতা কে ১-০ গোলে পরাজিত করে।আজকের খেলার পরিচালক ছিলেন বাফুফের অনুমোদিত রেফরী মাহবুবুর রহমানন মাহবুব, প্রতাব আলী ও সামিনুর রহমান।