রুমানুল হক রুমেন :: জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে ১৪ তম জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশন লীগ এর আজকে ( সোমবার ) দুটি খেলা অনুস্টিত হয়। দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় চিলাউড়া টাইগার এফ সি বনাম এরালিয়া লিটল স্টার। খেলার প্রথমার্ধের দশ মিনিটের মাথায় চিলাউড়া টাইগার এফ সি এর পক্ষে শিপু গোল করে দলকে এগিয়ে নেন। গোলের পর এরালিয়া লিটল স্টার পাল্টা আক্রমণে উঠে। ফল ও আসে। দ্বিতীয়ার্ধে এরকম একটি আক্রমণ থেকে এরালিয়ার খালেক গোল করে খেলায় সমতা নিয়ে আসে। ফলে খেলাটি ১-১ গোলে শেষ হয়।দিনের ২য় খেলায় মুখোমুখি হয় জুয়েল এফ সি ইকড়ছই বনাম সৈয়দপুর জুনিয়র ফুটবল একাডেমী। খেলা শুরুতেই আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে চলতে থাকে। জুয়েল এফ সির খেলোয়াড়েরা গোলের অনেক সহজ সুযোগ নস্ট করে। বিপক্ষ দলের গোলকিপারকে একা পেয়ে ও গোল করতে ব্যর্থ হয়। ফলে খেলাটি গোলশূন্য ভাবে শেষ হয়।খেলা পরিচালনা করেন বাফুফের অনুমতিত রেফরী মাহবুবুর রহমানন মাহবুব, আনু , ও প্রতাব আলী।