রুমানুল হক রুমেন :: জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে ১৪তম জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশন লীগ এর আজকে ( রবিবার ) দুটি খেলা অনুস্টিত হয়। দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় সৈয়দপুর জুনিয়র ফুটবল একাডেমী বনাম তরুন ফুটবল একাডেমী- সাতা। খেলার প্রথমার্ধে কোন দলই গোল করতে পারেনি । দ্বিতীয়ার্ধে সৈয়দপুর জুনিয়র ফুটবল একাডেমীর পক্ষে মুন্না ১ম গোল করে দলকে এগিয়ে নেন। এর পরপরই শাওন ২য় গোল করলে দলের জয় অনেকটা নিশ্চিত হয়ে যায়। খেলা শেষের দিকে পরাজিত দলের সিতু পেনাল্টি থেকে একটি গোল করলে গোলের ব্যাবধান কমে আসে। ফলে ২-১ গোলে সৈয়দ পুর ফুটবল একাডেমি জয়লাভ করে। দিনের ২য় খেলায় মুখোমুখি হয় ইকড়ছই ফুটবল একাডেমী বনাম ইসলামপুর এফ সি। তুমুল প্রতিদ্বন্দ্বীতাপুর্ন খেলার প্রথমার্ধের পাঁচ মিনিটের সময় ফজলের দেওয়া একমাত্র গোলে ইসলামপুর এফ সি কে পরাজিত করে। ইকড়ছই ফুটবল একাডেমির খেলোয়াড়দের নৈপুন্য ছিলো চোখে পরার মতো। খেলার পরিচালক ছিলেন বাফুফের অনুমতিত রেফরী মাহবুবুর রহমান মাহবুব, কবির আহমদ হিরা ও প্রতাব আলী।