জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে ১৬তম জগন্নাথপুর উপজেলা এসোসিয়েশন কাপ বঙ্গবন্ধু ফুটবল লীগ শুরু হয়েছে।
গতকাল শনিবার বিকেলে জগন্নাথপুর পৌর শহরের হারুনুর রশীদ হিরন মিয়া স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় অংশ নেয়
চিলাউড়া ফুটবল একাডেমি এবং নান্দনিক ফুটবল একাডেমি বনগাও। নির্ধারিত সময়ের মধ্যে কোন পক্ষ গোল করতে না পারায় খেলাটি ড্র হয়।
এদিকে জগন্নাথপুর উপজেলার ফুটবল এসোসিয়েশনের সভাপতি সুহিন আহমদ দুদু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান আদিলের পরিচালনায় উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সদস্য সালাহ উদ্দিন, জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি জাহির উদ্দিন, উপদেষ্ঠা রুমানুল হক রুমেন,আকমল হোসেন ভুইয়া, উপজেলা ফুটবল এসোসিয়েশনের সহ সভাপতি শায়েখ আহমদ, স্বপন আহমদ, রাসেল, অলি,যুগ্ম সস্পাদক জুয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক আলাল হোসেন, কোষাধ্যক্ষ সালমান, কয়েস মিয়া প্রমুখ।
Leave a Reply