আগামীকাল শনিবার জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই হারুনুর রশিদ হিরণ মিয়া স্টেডিয়ামে জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশন এর ১৫ তম লীগের দ্বিতীয় পর্যায়ের খেলা কোয়ার্টার ফাইনাল ম্যাচ গুলো শুরু হতে যাচ্ছে।
জুয়েল এফ সি ইকড়ছই বনাম দুরন্ত এফ সি জগন্নাথপুর এর ম্যাচ দিয়ে খেলা শুরু হবে বিকাল ৩ ঘটিকায়।
উল্লেখ এই লীগে এ বৎসর ৪ টি গ্রুফে ১২ দল অংশগ্রহণ করে, লীগ পরবে প্রতি গ্রুফ থেকে চ্যাম্পিয়ন রানার্স আপ দল ২য় পরবে উত্তীর্ণ হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। নিম্নে কোয়ার্টার ফাইনাল ম্যাচগুল। ০৯/০২/২০১৯ইং- জুয়েল এফ সি বনাম দুরন্ত এফ সি = গ্রুপ নাম ( শাপলা ) ১০/০২/২০১৯ইং- ইকড়ছই ফুটবল একাডেমি বনাম একতা ফুটবল একাডেমি করিমপুর = গ্রুপ নাম ( গোলাপ ) ১১/০২/২০১৯ইং- এস ডি এ শাহারপাড়া বনাম রানীগন্জ স্পোর্টিং ক্লাব = গ্রুপ নাম ( জবা ) ১২/০২/২০১৯ইং- দক্ষিণ শাহারপাড়া বনাম এলিভেন স্টার ঘোষগাওঁ = গ্রুপ নাম ( বেলি )
প্রেস বিজ্ঞপ্তি
Leave a Reply