স্পোর্টস রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক আজিজুল হক আনা মিয়ার যুক্তরাজ্যে স্থায়ীভাবে গমন উপলক্ষে উপজেলা ফুটবল এসোসিয়শলের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেল তিনটায় জগন্নাথপুর পৌরশহরের ভবেরবাজার মাঠে সিলেট জেলা ফেলোয়ার কল্যান সমিতি ও জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশনের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় জগন্নাথপুর ফুটবল এসোসিয়েশন ০২ গোলে জয়ী হয়।
পরে ফুটবলার আজিজুল হক আনা মিয়ার বিদেশযাত্রা উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি দুদু মিয়ার সভাপতিত্বে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা ক্রীড়া সংস্খার সাবেক সাধারন সম্পাদক সালাউদ্দিন আহমদ, উপজেলা ফুটবল এসোসিয়শনের সাবেক সভাপতি জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারন সম্পাদক জাহির উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্খার সাধারন সম্পাদক
মাহবুবুর রহমান ভুঁইয়া, পৌর কাউন্সিলর সুহেল আহমদ, উপজেলা ফুটবল এসোসিয়েশনের সাবেক সভাপতি রাহুল আমিন রাহুল, সাবেক ফুটবলার রুমানুল হক রুমেন. নজির মিয়া, এসোসিয়েশনের আব্দুল মুকিত , তৈয়বুর রহমান সিতু প্রমুখ।
পরে সংবর্ধিত অতিথি আজিজুল হক আনা মিয়াকে ক্রেস্ট প্রদান করা হয়।