স্টাফ রিপোর্টার-সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও প্রাণি সম্পদ কার্যালয়ের উদ্যাগে প্রাণি সম্পদ প্রদর্শনী বৃহস্পতিবার উপজেলা সদরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম এর সভাপতিত্বে ও প্রাণি সম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সিদ্দিক আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম প্রমুখ প্রাণিসম্পদ প্রদর্শনী মেলায় ৩২ টি স্টল বসে। বিকেলে সফল খামারীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে খামারীদেরকে পুরুস্কৃত করা হয়। প্রাণি সম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ জানান,সারাদেশের ন্যায় জগন্নাথপুর উপজেলায় এ প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে বিভিন্ন প্রাণির প্রদর্শন করা হয়। খামারীরা তাদের খামারের প্রাণী প্রদর্শন করেন। প্রধান অতিথির বক্তব্যে সাবেক পরিকল্পনা মন্ত্রী সংসদ সদস্য এম এ মান্নান প্রদর্শনীর প্রশংসা করে বলেন, বর্তমান সরকারের শাসনামলে সব সেক্টরে পরিবর্তনের সুবাতাস বইছে। শেখ হাসিনার নেতৃত্বে এই পরিবর্তন কে এগিয়ে নিতে হবে। তিনি মেলার প্রতিটি স্টল ঘুরে দেখেন। পরে তিনি পোনশন স্কীম এর স্টল পরিদর্শন করেন।