স্টাফ রিপোর্টার::সুনামগঞ্জের জগন্নাথপুরে বুধবার যথাযথ মর্যাদার মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী জাতীয় শোক দিবস পালিত হয়েছে। জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০ টার দিকে শোকর্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অস্থানীয়ভাবে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তর্বক অর্পণ করা হয়েছে। পরে আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর আলম মাসুমের সভাপতি ও শিক্ষক সালেহা পারভীন এবং অনন্ত কুমার পালের যৌথ পরিচালনায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সৈয়দ সাজিদুর রহমান ফারুক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি
হারুনুর রশিদ চৌধুরী, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল কাইয়ুম, জগন্নাথপুর সরকারি কলেজের অধ্যক্ষ জাহিদুল ইসলামউপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিশু-কিশোরদের
অংশ গ্রহনে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও জগন্নাথপুর আর্ট স্কুলের সহযোগিতায় আবদুস সামাদ আজাদ অডিটরিয়াম প্রাঙ্গণে শিশু-কিশোরদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ী প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
জগন্নাথপুরে প্রশাসনের উদ্যোগে শোকদিবসে ব্যাপক কর্মসুচী
