Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে প্রভূপাদ বিশ্বরূপ গোস্বামীর দীক্ষা প্রদান ও ভাগবতীয় আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার –

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের বাসুদেব মন্দিরে শ্রীঅদ্বৈত পরিবারের শ্রীল নারায়ণ বাচস্পতির আত্মজ শ্রীল বৈষ্ণব রায় ও শ্রীল মনোহর রায় বংশাবতংস বাকসিদ্ধা মহাপুরুষ শ্রীশ্রী কৃষ্ণচরণ গোস্বামী প্রভুপাদের ৪র্থ অধস্তন সিদ্ধাত্মা গুরু জীউ শ্রীশ্রী বিশ্বরূপ গোস্বামী প্রভু পাদের বাংলাদেশে শুভ পদার্পণ উপলক্ষে দীক্ষাদান ও ভাগবতীয় প্রবচন অনুষ্ঠান গতকাল বাসুদেব শ্রীমন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

 

শ্রীশ্রী কৃষ্ণচরণ সেবা সংঘ জগন্নাথপুর উপজেলা শাখার আয়োজনে দীক্ষা প্রদান ও ভাগবত প্রবচন করেন বাকসিদ্ধা মহাপুরুষ শ্রীশ্রী বিশ্বরুপ গোস্বামী প্রভুপাদ।আলোচনায় অংশ নেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, শ্রী শ্রী চৈতন্য সেবা সংঘ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্যামসুন্দর দে রাধেশ্যাম,কৃষ্ণ চরণ সেবা সংঘের সদস্য কবিন্দ্র রঞ্জন দে, শিক্ষক কৃপেন্দ্র রঞ্জন দে,শিক্ষক বাপ্পী রানী দে,শ্যামহাট আশ্রম উন্নয়ন ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক অমিত দেব,কৃষ্ণ চরন সেবা সংঘের সদস্য নির্মল দে, সুখন দাস,সুধন্য পাল,বাবলু দেব প্রমুখ

 

Exit mobile version