স্পোর্টস রিপোর্টার:
জগন্নাথপুর উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের উদ্যাগে প্রভাষক জাহাঙ্গীর চৌধুরী টি টেন ক্রিকেট টুর্নামেন্টের উদ্ধোধন আজ রোববার সকালে জগন্নাথপুর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্ধোধন করবেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমেদ।
উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি তফাজ্জল হক সুমন ও সাধারণ সম্পাদক সুবল দেব জগন্নাথপুর টুয়েন্টি ফোর ডটকম কে জানান, জগন্নাথপুর ডিগ্রি কলেজের সাবেক প্রভাষক জাহাঙ্গীর চৌধুরী জগন্নাথপুরে ক্রিকেট কে বিস্তৃতি করতে বিশেষ অবদান রেখেছেন। তাই তাঁর প্রতি সন্মান প্রদর্শন করে এটুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। উদ্ধোধনী অনুষ্ঠানে সকল ক্রীড়াবিদদের অংশ গ্রহনের আহ্বান জানিয়ে টুর্নামেন্ট সফল করতে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
Leave a Reply