স্টাফ রিপোর্টার:জগন্নাথপুর পৌর এলাকার ছিলিমপুরে ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক প্রবাসী নারী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এঘটনায় ১জনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, পৌর এলাকার ছিলিমপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আব্দুস সাহিদ প্রবাসী স্ত্রী জান কে মিউ কে নিয়ে বেশ কিছুদিন ধরে পৈত্রিক বাড়িতে বসবাস করছিলেন। তাদের পৈত্রিক সম্পত্তি নিয়ে একই গ্রামের চাচাত্বো ভাই আক্তার হোসেনের সাথে তাদের মামলা মোকদ্দমা চলছিল। এঘটনার জের ধরে রোববার সকালে প্রবাসী আব্দুস সাহিদ নারিকেল গাছ থেকে নারিকেল পাড়তে গেলে প্রতিপক্ষ আক্তার হোসেন এতে বাধা দেন। এক পর্যায়ে আক্তার হোসেনের লোকজন হামলা চালিয়ে প্রবাসী আব্দুস শাহিদের স্ত্রী বিদেশী নাগরিক জানকে মিউ কে আহত করেন বলে প্রবাসী আব্দুস সাহীদ অভিযোগ করেন । এসব অভিযোগে তিনি জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেন। যার প্রেক্ষিতে রোববার সন্ধ্যায় আক্তার হোসেন(৪০)কে আটক করে পুলিশ। এদিকে আক্তার হোসেন জানান, ঘটনাটি সম্পূর্ন সাজানো ও পরিকল্পিত। আমাদেরকে ফাঁসানোর জন্য ভূমি সংক্রান্ত বিরোধের কারণে ঘটনাটি সাজানো হয়েছে। জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, এঘটনায় মামলা দায়ের হয়েছে। পুলিশ একজনকে আটক করেছে। উল্লেখ্য প্রবাসী আব্দুস সাহিদ ও ব্যবসায়ী আক্তার হোসেন মধ্যে বেশ কিছুদিন ধরে ভূমি সংক্রান্ত একাধিক মামলা মোকদ্দমা চলছে।
Leave a Reply