স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যেগে প্রবাসী আওয়ামীলীগ নেতার সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার বিকেলে কেউনবাড়ি বাজারে অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মস্তফা মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা যুবলীগের আহ্বায়ক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুক্তরাজ্য আওয়ামীলীগ সহ-সভাপতি হরমুজ আলী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাসেক্স শাখার সহ-সভাপতি মজমিল হোসেন। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন,বাংলাদেশ হিউম্যান রাইটওয়াছ সেক্রেটারী নুরুল ইসলাম সাত্তার,মিডল্যান্ড আওয়ামীলীগ সহ-সভাপতি আকমল খান, উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল কাইয়ুম মশাহিদ, মীরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ শাব্বির আহমদ,নুরুল ইসলাম, ইলিয়াছ আহমদ,সুনামগঞ্জ সদর থানা যুবলীগের আহ্বায়ক গৌতম বণিক, সদর থানা যুবলীগ নেতা জমিরুল রহমান,উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন,যুবলীগ নেতা মুজিবুর রহমান,এনামুল খান, মীরপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক বাদশা মিয়া,যুবলীগ নেতা দেলোয়ার হোসেন,ইউনিয়ণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জামাল,ছাত্রলীগ নেতা জুবেল হোসেন প্রমুখ। কোরআন তেলোওয়াত করেন কেউনবাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা মহসিন আহমদ। প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জে জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সিদ্দিক আহমদ বলেন, প্রবাসীরা দেশে ও প্রবাসে রাজনীতিসহ বিভিন্ন সেক্টরে বিশেষ অবদান রেখে বাংলাদেশকে বহিবিশ্বে উঁচু আসনে নিয়ে যাচ্ছেন। তাই প্রবাসীদের অবদান দেশের মানুষ সব সময় কৃতজ্ঞচিত্তে স্মরন করে। তিনি দেশের অগ্রগতির জন্য প্রবাসীদেরকেও এগিয়ে আসার আহ্বান জানান। প্রধান বক্তার বক্তব্যে সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রায় প্রবাসীদেরকে শরিক হতে হবে। দেশে বিনোয়োগের মাধ্যমে প্রবাসীরা পারেন কর্মসংস্থান সৃষ্টি করতে।
Leave a Reply