স্টাফ রিপোর্টার::জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামেবাসীর উদ্যোগে শনিবার দুপুরে কুবাজপুর গ্রামের পশ্চিমে এক মানববন্ধন কর্মসূচী পালল করা হয়। কুবাজপুর গ্রামের বাসিন্দা প্রবাসী শাহ নেওয়াজ চৌধুরীর ভূমি রক্ষার দাবিতে এ মানববন্ধন পালিত হয়। এতে উপস্থিত ছিলেন এলাকার মুরব্বী মকবুল হোসেন, জামাল আহমদ, ধিনেশ দাশ, সুরত মিয়া, আফাজ মিয়া, নুরুজ্জামান, রানা মিয়া, হিরন মিয়া, আলকাছ মিয়া, শামীম আলী, করিম মিয়া, শাফর মিয়া, কালা মিয়া, আনোয়ার হোসেন, অঞ্জু পাল, বাবুল নার্থ, মিজানুর রহমান, ইরাজ মিয়া, খালিল মিয়া, সাহাবউদ্দিন, ফিরুজ মিয়া ও আনহার মিয়া প্রমুখ।
মানববন্ধনের উদ্যেশে বিষয়ে শাহ নেওয়াজ চৌধুরী বলেন, আমি প্রবাসী মানুষ আমার প্রচুর জায়গা জমি রয়েছ। সম্প্রতি এসব জায়গা জমিতে ভূমিদস্যুদের নজর পড়েছে। তাই আমি ভূমি দস্যুরা যাতে ভূমি দখল করতে না পারে সেজন্য ভূমি রক্ষা করার জন্য সচেতনতা সৃষ্টি ও আইনানুগ ব্যবস্থা করতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করতে মানববন্ধনের আয়োজন করি।