স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের জহিরপুর তাজপুর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি আকিক এফ রহমানের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত ভোর রাতে একদল চোর বাড়িতে ঢুকে আকিক এফ রহমানের বড় ভাই গয়াছুর রহমান সুন্দরের ঘরে ঢুকে আলমারির তালা ভেঙ্গে ২০/২৫ ভরি স্বর্নালংকার নগদ ৫০ হাজার টাকা মুঠোফোন চুরি করে নিয়ে যায়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) খান মোহাম্মদ মাইনুল জাকির জানান, চুরির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।