স্টাফ রিপোর্টার ঃ জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসি কমিউনিটি নেতা মোঃ জসিম উদ্দিন কে ওয়ারিদ উল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে বুধবার দুুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে এক সংবর্ধনা প্রদান করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে ও সামছুদ্দিন আহমদ, সালমান আহমদ ও মুনসুর আলীর যৌথ পরিচালনায় সংবর্ধনা অনুষ্টানে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি যুক্তরাজ্য প্রবাসি কমিউনিটি নেতা মোঃ জসিম উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসি আব্দুল্লাহ হাসিম, সমাজ সেবক আব্দুল মালিক, দিপাল কান্তি দেব, হাবিবুর রহমান মাষ্টার, ওয়ারিদ উল্লাহ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিপক রঞ্জন পাল, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আনসার মিয়া, জামাল উদ্দিন, নোমান আহমদ সাদী, মো জিলু মিয়া. তাহেরা বেগম, হাবিবা বেগম, জুলেখা বেগম প্রমুখ। অনুষ্টানে কোরআন তেলোয়াত করেন কারী সুয়েবুর রহমান সেবু।