স্টাফ রির্পোটার :: জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর নোয়াপাডা যুবসমাজের উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসি কমিউনিটি নেতাকে সংর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার দক্ষিণ সৈয়দপুর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গনে বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোঃ আনাই খানের সভাপতিত্বে ও সৈয়দ বজলুর রহমান (জনি) পরিচালনায় অনুষ্টিত সংবর্ধনা অনুষ্টিানে বক্তব্য রাখেন সংর্ধিত অতিথি যুক্তরাজ্যর কমিউনিটি নেতা সৈয়দ মইনুল ইসলাম। অন্যোন্যোদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডা:সৈয়দ নুরুল ইসলাম,মোঃ নিমব্বর খান,সৈয়দ মনোয়ার আহমদ, সৈয়দ হাফিজ উদ্দীন,সৈয়দ নুরুল ইসলাম,মোঃ সুজেল খান,মোঃ জাবির আহমদ,অনুষ্টানের শুরুতেই কালামে পাক থেকে তেলায়াত করেন মাওলানা সৈয়দ কিবরিয়া আহমদ প্রমুখ|
অনুষ্টানে সংবর্ধিত অতিথি আলহাজ্ব সৈয়দ মইনুল ইসলাম কে যুবসমাজের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।