Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে প্রধান শিক্ষক দম্পতির মেয়ে পূর্বা আজ রবীন্দ্র সঙ্গীতে বিভাগীয় প্রতিযোগিতায় অংশ নিবে

স্টাফ রিপোর্টার ঃ জগন্নাথপুর
মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী পূর্বা দে আজ জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতায় অংশ নিবে। রবীন্দ্র সংগীতে সুনামগঞ্জ জেলা থেকে প্রথমস্হান অধিকার করে বিভাগীয় প্রতিযোগিতায় অংশ নিবে পূর্বা। আন্ত: প্রাথমিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে সুনামগঞ্জ জেলায় রবীন্দ্র সংগীতে প্রথম দেশাত্মবোধক গানে ২য় এবং লোকগীতিতে ৩য় স্থান অর্জন করেছে পূর্বা ।আজ বুধবার সে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় সুনামগঞ্জ জেলার প্রতিনিধি হয়ে সিলেট নজরুল একাডেমীতে গান পরিবেশন করবে। শিক্ষক দম্পতির মেয়ে পূর্বার জন্য সবাই আশীর্বাদ করবেন। পূর্বা ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপক কান্তি দে ও ওয়ারিদ উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাপ্পী দে এর মেয়ে। পূর্বা সকলের আশীর্বাদ ও দোয়া প্রত্যাশী।

Exit mobile version