স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিরূপ মন্তব্য করার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
লিখিত অভিযোগে রৌয়াইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছলাম উদ্দিন ফকির জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, রৌয়াইল গ্রামের জাহিদ উদ্দিন নিজের ফেসবুক এ্যাকাউন্টের স্ট্যার্টাস দিয়ে এসএসসি পরীক্ষা ও আমার বিরুদ্ধে খারাপ মন্তব্য করে ছাত্র/ছাত্রীদেরকে উস্কানিমুলক কথা বলে শিক্ষার পরিবেশ অশান্ত করার লিপ্ত। তাই ফেসবুক ব্যবহারকারী জাহিদ উদ্দিনের বিরুদ্ধে গত ৩ ফেব্রয়ারী তথ্য প্রযুক্তি আইনে বিচার দাবি করে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, রৌয়াইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের লিখিত অভিযোগ সাধারণ ডায়েরী হিসেবে অন্তভুক্ত করে তদন্তক্রমে আইনানুগ পদক্ষেপ গ্রহন করা হবে।
Leave a Reply